Sylhet View 24 PRINT

যে কারণে সিলেট-ঢাকা মহাসড়কে বন্ধ রাখা হচ্ছে যান চলাচল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০২ ২০:৪৫:৩৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-ঢাকা মহাসড়কে সেতু মেরামত কাজের জন্য চার দিন বন্ধ থাকছে এ রুটে চলাচলকারী সব ধরণের যানবাহন।

আগামিকাল শুক্রবার ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে এ রুট দিয়ে যান চলাচল।

জানা গেছে, সিলেট–ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু মেরামতের কাজ শুরু করা হবে শুক্রবার ভোর থেকেই। এসময় বিকল্প হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে সিলেট সড়ক ও জনপদ বিভাগ।

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া সিলেটভিউকে বলেন, আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর সেতু ও শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাবে মেরামতের কাজ শুরু করা হবে। কাজ চলাকালীন সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/২ জুলাই ২০২০/ জুনেদ
 


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.