Sylhet View 24 PRINT

এম এ হক ও অসুস্থ নেতাকর্মীদের জন্য সিলেটে বিএনপির দোয়া মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০২ ২১:০০:২৬

সিলেট :: করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, বিএনপির সাবেক কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকসহ অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।

বৃহস্পতিবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে অসুস্থ বর্ষীয়ান রাজনীতিবিদ এম এ হক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা এডভোকেট এটিএম ফয়েজ ও মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুকশানা বেগম শাহনাজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট আখতার হোসেন খান, জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জেলা বিএনপির সাবেক সদস্য ইসলাম উদ্দিন ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা নাজমুল ইসলাম তারা মিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নিখোঁজ এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীর সন্ধান কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। 

মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুক, শাহজামাল নুরুল হুদা, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মকন মিয়া চেয়ারম্যান, জেলার সাবেক সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল, জেলার সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সাবেক সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, শ্রমিক দল নেতা ফয়সল আহমদ টিপু, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, ছাত্রদল নেতা মাসুম পারভেজ, আব্দুল মুনতাসির চৌধুরী সাব্বিহ, নাজিম উদ্দিন, আব্দুল্লাহ আল মুমিন, শাহান আল মাহমুদ খান, ইফতেখার আহমদ চৌধুরী সানি, নয়ন পাশা, সৈয়দ মিনহাজ, সাদিক আহমদ ও ফারুক আহমদ প্রমূখ।

সিলেটভিউ২৪ডটকম/২ জুলাই ২০২০/প্রেবি/ জুনেদ
 


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.