আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

এম. এ. হকের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৩ ১৭:০১:৫৫

সিলেট :: করোনার উপসর্গ নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।

এক শোক  বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট বিভাগের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এম এ হক ছিলেন সকলের শ্রদ্ধেয় আলোকিত মানুষ। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর, নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী ও সমাজ সেবক। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচীর প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয়তাবাদী দলে সক্রিয় ভূমিকা রেখে ছিলেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিলেট বিএনপিকে শক্তিশালী করতে তাঁর অবদান ছিল অপরিসীম।

সিলেটভিউ২৪ডটকম/ ৩ জুলাই ২০২০/ প্রেবি/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন