আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

অসহায়দের পাশে ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৪ ০০:৪০:০১

ওসমানীনগর প্রতিনিধি :: করোনা ভাইরাসের পাদূভাবে গৃহবন্দি রিকশা চালক, দিন-মজুর ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকে। দীর্ঘ দুই মাস ধরে যুক্তরাজ্যে লকডাউনের মধ্যে নিজেরা দূর্ভোগে থেকেও দেশে টানে অসহায় পরিবারগুলোকে বিপুল পরিমাণ খাদ্য সহায়তা প্রদান করেছেন এসোসিয়েশনের সদস্যরা।

দেশের এই ক্রান্তি লগ্নে সংগঠনটির পক্ষ থেকে প্রায় ছয় লক্ষধিক টাকার খাদ্য সামগ্রী ওসমানীনগরের ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামের রিকশা চালকসহ হতদ্ররিদ্র সাধারণ মানুষের হাতে হাতে পৌছে দিয়েছেন দ্বায়িত্ব প্রাপ্তরা। শুক্রবার বিকালে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর এলাকায় সংগঠনের ২য় দফায় খাদ্য সহায়তা বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন- বিবিয়ানা প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলার গোয়ালাবাজারের হাজি মাকের্টস্থ বিবিয়ানা মডেল ফার্মেসির পরিচালক এস এম মাসুদ আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল ও ধারাভাষ্যকার আলী হোসেন রানা।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ২ লিটার তেল, ২০০ গ্রাম দুধ, ২০০ গ্রাম হলুদ, ২০০ গ্রাম মরিচ, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ কেজি লবন ও ২ কেজি ময়দা।

খাদ্য সামগ্রী বিতরণের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন মাহবুবুর রহমান, সাদিকুর রহমান লিটন, জুয়েল আহমদ, মুহিবুর রহমান শিপু, পাপ্পু আহমেদ, সুহেল মিয়া, পারভেজ আহমেদ, লিমন আহমেদ, মারুফ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার মহামারি মোকাবেলায় দেশের সব শ্রেনী পেশার লোকজনকে থাকতে হচ্ছে গৃহবন্দি। এলাকার মধ্যবিত্তসহ খেটে খাওয়া মানুষদের চরম সংকটের দিনে অসহায় মানুষদের খাদ্যের চাহিদা পূরনে এগিয়ে এসে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকের সদস্যরা। দেশের যেকোনো দুর্যোগে সংগঠনটির সহায়তা কার্যক্রম অব্যাহত থাকায় ইতিমধ্যে দেশ ও বিদেশের সর্বদলীয় কমিউনিটির আস্তা অর্জন করেছেন সংগঠনের উদ্যোক্তারা। মানবতার কল্যানে সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন বক্তারা।

সিলেটভিউ২৪ডটকম/৪ জুলাই ২০২০/আরপি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন