আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জবাসীর কান্না-অশ্রুতে সমাহিত রাজনীতিক এমএ হক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৪ ০৯:৫৯:২৪

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) ::  বালাগঞ্জে এলাকাবাসী, গুণগ্রাহীদের কান্না-অশ্রুতে সিক্ত হয়ে চিরসমাহিত হলেন বিশিষ্ট রাজনীতিক, সমাজকর্মী এমএ হক। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক এলাকায় একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে তাকে সমাহিত করা হয়েছে। মা-বাবার কবরের পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এসময় দলীয় নেতাকর্মী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার শোকাহত নাগরিক তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে চিরবিদায় জানান। প্রয়াত এমএ হকের গ্রামের বাড়িতে ২য় জানাজার আগে শোকাহত নাগরিকদের উদ্দেশ্যে বক্তৃতা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, স্থানীয় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ এবং প্রয়াত রাজনীতিক এমএ হকের একমাত্র পুত্র ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক প্রমুখ। জানাজার ইমামতি করেন মাওলানা মঈনউদ্দিন।

জানাজায় জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু, হয়রত শাহ সুলতান (রহ.) মহিলা টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, প্রবীণ সমাজকর্মী হাজী ছিদ্দেক আলী, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির নেতা আব্দুর রশিদ, শেখ আলাউদ্দিন রিপন, আব্দুল হাদী, বাবরু মিয়া, আজমল আলী মাসুক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।

উল্লেখ : বিশিষ্ট রাজনীতিক এমএ হক গত শুক্রবার (০৩ জুলাই) সকাল ১০টার দিকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিউমোনিয়া রোগে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬বছর। তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে বিশিষ্ট রাজনীতিক, সমাজকর্মী এমএ হকের মৃত্যুতে তার জন্মস্থান বালাগঞ্জের গহরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় দলমত নির্বিশেষে স্থানীয় লোকজন এমএ হকের মৃত্যুতে গভীর শোকাহত।

সিলেটভিউ২৪ডটকম/৪ জুলাই ২০২০/জেআরজে/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন