আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বৌদ্ধ অনলাইন মুখপত্র’র উদ্যোগে সিলেটে ‘মানবিক উপহার’ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৪ ১৫:৪৫:১০

সিলেট :: কোভিট-১৯ এর চলমান সংকটময় পরিস্থিতি মোকাবেলায় আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ধম্মকথা বৌদ্ধ অনলাইন মুখপত্র’র উদ্যোগে সিলেটে ‘মানবিক উপহার’ বিতরণ করা হয়েছে।

আজ (৪ জুলাই) শনিবার সিলেট আখালিয়া নতুন বাজারস্থ বৌদ্ধ বিহারে জাতি ধর্ম নির্বিশেষে ৪৫ পরিবারকে মানবতার উপহার বিতরণ করা হয়।
 
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক,  ধম্মকথা অনলাইন বৌদ্ধ মুখপত্রর সম্পাদক উৎফল বড়ুয়া, সিলেট বৌদ্ধ বিহারে ভদন্ত আনন্দ ভিক্ষু ,সিলেট বৌদ্ধ সমিতির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রানা বড়ুয়া, সমিতির কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা সরোজ বড়য়া প্রমুখ।                                         

উল্লেখ্য,  ‘চট্টগ্রাম থেকে সিলেট’ ‘মানবিক উপহার’ নিয়ে এগিয়ে এলেন বাংলাদেশ বাঙালি মূলনিবাসী ইউনিয়ন সভাপতি, প্রতিষ্ঠাতা ও সংগঠক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া।


সিলেটভিউ২৪ডটকম / ৪ জুলাই, ২০২০ / প্রেবি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন