আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে দুই চোর গ্রেফতার, রিকশা উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৬ ১৬:২১:০৬

সিলেট :: সিলেটের এয়ারপোর্ট থানাধিন মংলিরপাড় এলাকা থেকে এক চোরকে গ্রেফতার করেছে কোতোয়ারি মডেল থানাপুলিশ।  এসময় তার কাছ থেকে চোরাইকৃত রিকশা উদ্ধার করা হয় ।

পুলিশ জানায়, গত ২৮ জুন সন্ধ্যায় সিলেট নগরের ঘাসিটুলা কামাল মিয়ার কলোনির মো. লাল মিয়ার একটি ব্যাটারিচালিত রিকশা চুরি হয়। পরে তদন্ত ও খোঁজ করে কোতোয়ালী মডেল থানার একটি বিশেষ দল গতকাল রোববার (৫ জুলাই) সন্ধ্যায় এয়ারপোর্ট থানাধীন মংলিরপাড় এলাকা থেকে জালাল উদ্দিন লিটন নামক একজনকে গ্রেফতার এবং তার হেফাজত হইতে চোরাইকৃত ব্যাটারিচালিত রিকশাটিও উদ্ধার করে।

পরবর্তীতে জালাল উদ্দিন লিটনের দেয়া তথ্যমতে শামীমাবাদ এলাকা হতে অপর আসামি মো. রুবেলকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

আটক জালাল উদ্দিন লিটন (২৪) কিশোরগঞ্জ জেলার তারাইল থানার  শ্রীপুর (সেকান্দরনগর) গ্রামের সফর উদ্দিনের ছেলে। সে সিলেটের এয়ারপোর্ট থানাধীন মংলিরপাড় এলাকায় বসবাস করতো।  তার  বিরুদ্ধে এসএমপি’র কোতোয়ালি মডেল থানায় ৩ টি ও শাহপরাণ (রহঃ) থানায় ১ টি- মোট ০৪ টি মামলা চলমান রয়েছে।

রিকশাচুরির ঘটনায় মো. লাল মিয়া বাদি হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা (নং-০৫, তাং-০৬/০৭/২০২০) দায়ের করেছেন। 


সিলেটভিউ২৪ডটকম / ৬ জুলাই, ২০২০ / এসএমপি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন