Sylhet View 24 PRINT

ওসমানীনগরে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কমিটি অনুমোদন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৭ ২০:১৫:২৫




ওসমানীনগর প্রতিনিধি :: বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 


সোমবার সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমন আহমদ পাপ্পু স্বাক্ষরিত এক অনুমোদনে ৫৬ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি  অনুমোদন প্রদান করা হয়।



কমিটিতে সভাপতি হিসেবে মিলাদুল ইসলাম মিলাদ, সিনিয়র সহ-সভাপতি সুয়েব হাসান, সহ-সভাপতি রুবেল আহমদ, সুমন আহমদ, লায়েক আহমদ, রকি তফাদার, ইউসুফ বক্স, সাদিকুল হোসেন শামীম, কাজি ইমন, মিজানুর রহমান হায়দার, জুয়েল আহমদ, শাহ জাহাঙ্গীর, মো.  রিপন মিয়া, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, যুগ্ম  সাধারণ সম্পাদক রেজুয়ান আহমদ রুজেল, আলী নূর, রায়হান আহমদ, শায়েখুল ইসলাম শায়েখ, সাফওয়ান আহমদ, আসলাম আলী, নাজমুল ইসলাম, সালমান আহমদ, রুবেল আহমদ, এহিয়া আহমদ, বদরুল আহমদ নির্বাচিত হন।



এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে জুবেল আহমদ মাছুম, পারভেজ আহমদ, বাপ্পি আহমদ, জুবেল আহমদ, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, উপ-প্রচার সম্পাদক রাজন আহমদ, জুরণ আহমদ জয়নাল, দপ্তর সম্পাদক সুমন মিয়া, উপ-দপ্তর সম্পাদক রুবেল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মিসকাত আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মিজান তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক আলী হুসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক জুয়েল মিয়া, ক্রিড়া বিষয়ক সম্পাদক সুমন আহমদ, সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক মামুন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সালমান সামী নির্বাচিত হন।



এতে সদস্য হিসেবে রাজু চৌধুরী, আব্দুল মুহিব, মিলাদ আহমদ, পারভেজ আহমদ, নাইম আহমদ, সাজ্জাদুর রহমান, মারজান আহমদ, কামরান আহমদ, সাজিদুল ইসলাম সাজ্জাদ, রুহুল মিয়া, মুকিদ মিয়া, জামিল আহমদ, রুবেল আহমদ, এনামুল হক ফাহিম, আলী আজাদ প্রমুখ নির্বাচিত হন।



নবগঠিত কমিটির সভাপতি মিলাদুল ইসলাম মিলাদ ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালিত করে যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়াই সংগঠনের মূল লক্ষ্য। জাতীর জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আমরা অঙ্গিকারবদ্ধ।



সিলেটভিউ২৪ডটকম/৭ জুলাই ২০২০/আরপি/এসএইচ



                             

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.