আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে নিষিদ্ধ জাল ধ্বংস ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৭ ২০:৩৬:২৫

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার দুপুরে উপজেলার আমতৈল ধলীপাড়া এলাকার হাওরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট ও পোনা মাছ ধরার জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

এছাড়া গত দু’দিনে (সোমবার ও মঙ্গলবার) উপজেলা সদর ও আমতৈল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরে বাহিরে ঘোরাফেরা করায় ১৮ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ৭ জুলাই ২০২০/ প্রণঞ্জয়/ জুনেদ 


শেয়ার করুন

আপনার মতামত দিন