আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে মসজিদ কমিটি নিয়ে ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের মামলা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৮ ১৫:২০:৫২

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরের জেলরোডস্থ আবু তোরাব জামে মসজিদের কমিটি নিয়ে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছয়জন সামান্য আহত হন।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ দু'টি মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, আজ বুধবার (৮ জুলাই) ‘আবু তোরাব জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দুইপক্ষের মধ্যে গতকাল ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।     

জানা গেছে, নগরের আবু তোরাব জামে মসজিদের কমিটি নিয়ে দুটি পক্ষ দুই-তিন সপ্তাহ ধরে বিবাদে লিপ্ত। এ নিয়েই গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রায় সংঘর্ষের পর্যায়ে চলে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন। আহতরা হলেন- মারুফ, মাছুম, মিলাদ, ফারুক, ইমরান ও আসাদ।


সিলেটভিউ২৪ডটকম / ৮ জুলাই, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন