আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৮ ১৭:০১:০০

সিলেট :: করোনা মহামারীর মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজশর্তে ঋণের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় সুবিদবাজারে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন করা হয়।

কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী সারা দেশের ন্যায় কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সিলেট জেলা শাখা।

অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে অংশগ্রহণ করেন  বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি নগরীর নবাব রোডের আল-রাইয়ান স্কুলের প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম, সাধারণ সম্পাদক ঘাসিটুলা জালালাবাদ মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মওদুদ আহমদ, সহ-সভাপতি নয়াসড়ক আদর্শ প্রি- ক্যাডেট স্কুল এর প্রিন্সিপাল মো.ইশ্রাফিল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিউ ব্লবেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো.মুহিব উল্লাহ, মাহমুদ হোসেন, রুহেনা আক্তার, কফিল উদ্দিন, ফারজানা আহমদ লাবনী, মুক্তা রানী ঘোষসহ জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন-এর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রদান করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/০৮ জুলাই ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন