আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটজুড়ে করোনায় আক্রান্ত আরো ৯৭

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১০ ২০:৩০:১৭

জ্যেষ্ঠ প্রতিবেদক :: মহামারি করোনায় সিলেটের চার জেলায় আরো ৯৭ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সিলেট ও ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় আজ শুক্রবার শনাক্ত হন তারা।

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়।

জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, পরীক্ষায় সিলেটের ৪ জন ও সুনামগঞ্জের ১৩ জন আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।

এদিকে, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় আজ মৌলভীবাজারের ৫১ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এমন তথ্য দিয়েছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল জানান, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় জেলার ২৯ জন আজ আক্রান্ত বলে জানানো হয়েছে।

সবমিলিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫ হাজার ৭২৯ জন।

এর মধ্যে সিলেট জেলায় ৩০১২ জন, সুনামগঞ্জে ১১৬৫, মৌলভীবাজারে ৬৫৯ জন ও হবিগঞ্জ জেলায় ৮৯৩ জন রোগী রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১০ জুলাই ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন