আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেট সদর উপজেলা বন্যায় কবলিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১১ ২০:৩৯:৪৪

ইদ্রিছ আলী :: এমনিতেই করোনা মহামারীর কারণে নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন। তার উপর এখন টানা বৃষ্টিতে  বন্যার মধ্যে আমনের বীজতলা হারিয়ে এখন কৃষকরা দিশেহারা।

সিলেট সদর উপজেলায় পানি বৃদ্ধির কারণে নতুন-নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় লাখো মানুষ পানিবন্দি। এসব মানুষ বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছে।

সিলেট সদর উপজেলার নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে।

সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ, ২ নং হাটখোলা, ৩ নং খাদিম নগর, ৬ নং টুকেরবাজার, ৭ নং মোগলগাঁও, ৮ নং কান্দিগাঁওসহ কয়েকটি ইউনিয়ন বন্যায় আক্রান্ত হয়ে পড়েছে।

এদিকে হাঁটখোলার উমাইগাঁও, জালালাবাদের মানসিনগর, রায়েরগাও, কান্দিগাঁও গোপাল, সাদিপুর  ছামাউরাকান্দি, নীলগাঁও, নলকট, মোগলগাঁও লালারগাও, লামাগাঁও, তালুকপাড়া, চৌধুরী গাঁও ও দুমকাল৪নং ওয়ার্ড, খাদিমনগর সাতগাছি, আলীনগর, ঘোড়ামারা, ছয়দাগ, গনকিটুক, বাউয়ারকান্দি, বাইশটিলা, রঙ্গিটিলা, পীরেরগাও, মধুটিলা, মোকামবাড়ি, বাইলার কান্দি, রইরকান্দি, শিমূল কান্দি, যুগলটিলা,ছালিয়া, ১ও ২ ওয়ার্ডের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, স্কুল, মসজিদ, রাস্তা ঘাট, আউশ ক্ষেত, বীজতলা ও মাছের খাবার।

সড়কে পানি উঠে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ মাধ্যম। ফলে দুশ্চিন্তার মধ্যে আছেন ওই সব এলাকার মানুষ।

সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ও যুবলীগ নেতা মো. ইকলাল আহমদ বলেন, বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যা। সদর উপজেলার নিম্নাঞ্চলের অবস্থা আরো খারাপ। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, বন্যাকবলিত এলাকা সার্বক্ষনিক খবরা-খবর রাখা হচ্ছে। গত ২৮ জুন বন্যাকবলিত এলাকার ত্রাণসামগ্রীর  দেওয়া হয়েছে। বন্যা মোকাবেলায় সকল আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বলে জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০২০/ইদ্রিছ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন