আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমায় খুন হওয়া শ্রমিকনেতার দাফন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১১ ২০:৪০:০৮

সিলেট :: সিলেট নগরীর দক্ষিণ সুরমার স্টেশন রোডস্থ বাবনা পয়েন্টে দুর্বৃত্তদের হামলায় খুন হওয়া সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪৫) এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর খোজারখলা মার্কাজ জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

মরহুম ইকবাল হোসেন রিপন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের খোজারখলা পশ্চিম মহল্লা নিবাসী প্রবীণ মুরব্বী আবুল হোসেনের ছেলে।

মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, পূর্বাঞ্চল কমিটির আহবায়ক ও বাংলাদেশ ট্যাঙ্কললি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাহান ভূইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর সভাপতি মনির হোসেন প্রমুখ।

জানাযা নামাজে ইমামতি করেন খোজারখলা মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হিফজুর রহমান। পরে খোজারখলা পারিবারিক গোরস্থানে মরহুম রিপনের লাশ দাফন করা হয়।

এদিকে শ্রমিকনেতা রিপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ ট্যাঙ্কলরি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
 
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতে ইকবাল হোসেন রিপন স্টেশন রোডস্থ বাবনা পয়েন্ট এলাকায় হামলার শিকার হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০২০/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন