Sylhet View 24 PRINT

মাদক: সিলেটে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলতে কমিশনারের নির্দেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১২ ১৭:১৩:২২

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম প্রত্যেক পুলিশ সদস্যকে সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। একই সাথে মাদকের বিরুদ্ধে পূর্ব ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি ও কার্যক্রম চলমান রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।

আজ রবিবার সকাল ১১টায় পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় এমন নির্দেশনা দেন তিনি। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার। তিনি সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্তে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।

কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) শফিকুল ইসলাম, বিভিন্ন বিভাগের উপ-কমিশনারগণ, অতিরিক্ত উপ-কমিশনারগণ, সহকারী কমিশনারবৃন্দ, ছয় থানার অফিসার ইনচার্জগণ প্রমুখ।

এসএমপি জানায়, সভায় পুলিশ কমিশনার গেল মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থের প্রতি যত্নবান হওয়ার আহ্বান এবং জনগণের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নির্দেশ প্রদান করেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.