আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

প্রকাশিত সংবাদ নিয়ে ‘বিভ্রান্তি দূর করতে’ বেলা’র ব্যাখ্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১২ ১৮:১৯:০০

সিলেট :: মৌলভীবাজারের বিভিন্ন সিলিকা বালুমহালের ইজারা অবৈধ সংক্রান্ত বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ‘বিভ্রান্তি দূরীকরণে’ ব্যাখ্যা প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সংগঠনের পক্ষ থেকে সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ্ সাহেদা আখতার আজ রবিবার এই ব্যাখ্যা প্রদান করেন।

বেলা’র প্যাডে পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছে, ‘‘গত ৮ জুলাই ‘মৌলভীবাজারের ১৯টি সিলিকা বালুমহালের ইজারা অবৈধ করলেন হাইকোর্ট’ শিরোনামে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম এবং ৯ জুলাই একটি পত্রিকায় ‘মৌলভীবাজারের সিলিকা বালুমহালের ইজারা অবৈধ ঘোষণা করলেণ হাইকোর্ট’ শিরোনামে প্রকাশিত সংবাদ বেলার দৃষ্টি আকর্ষণ করেছে।’’

‘‘প্রকাশিত সংবাদসমূহে রায় প্রদানের সঠিক দিন তারিখের পরিবর্তে শুধুমাত্র গত ‘মঙ্গলবার’ লেখা হয়েছে। এ ধরনের পুরনো অসম্পূর্ণ তথ্যসম্বলিত সংবাদ সরকারি-বেসরকারি অফিস, বেলার কর্মকাঞ্জের সাথে জড়িত ব্যক্তিবর্গ, শুভাকাক্সক্ষী ও সাধারণ জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। মহামান্য উচ্চ আদালতের পূর্ব প্রকাশিত রায় সংক্রান্ত গুরুত্বপূর্ণ পুরনো তথ্যের বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি করে এমন সংবাদ প্রচার মোটেও সমীচীন নয়।’’

বেলার পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘উল্লেখ্য যে, গত ৩ জুলাই ২০১৮ মহামান্য উচ্চ আদালতের রায়ের পরই একই দিন এবং পরের দিন ৪ জুলাই, ২০১৮ বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন সংবাদমাধ্যমগুলো সংবাদটি প্রকাশ করে। এ ধরনের পুরনো ও অসম্পূর্ণ তথ্যসম্বলিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।’’

পাশাপাশি বেলা সংশ্লিষ্ট কোনো খবর বা তথ্য বেলার বিভাগীয় অফিসের সাথে যোগাযোগ করে প্রকাশের জন্য অনুরোধ করা হয় ওই ব্যাখ্যায়।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০২০/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন