আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কাউন্সিলর আজাদের উদ্যোগে রাজা জিসি স্কুলে হচ্ছে ব্যাডমিন্টন ইনডোর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১২ ১৮:৫১:৫১

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও রাজা জিসি হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজাদুর রহমান আজাদের উদ্যোগে বিদ্যালয়ে স্থাপিত হচ্ছে ব্যাডমিন্টন ইনডোর শেখ রাসেল জিমনেসিয়াম।

বিদ্যালয়ের প্রবেশদ্বারে পুরনো বাস্কেটবল গ্রাউন্ডে স্থাপিত হচ্ছে এ ব্যাডমিন্টন ইনডোর।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে শেখ রাসেল জিমনেসিয়াম নির্মান করা হচ্ছে বলে জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

রবিবার (১২ জুলাই) ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত গৃহিত হওয়ার পর একজন আর্কিটেক্টকে নিয়ে স্থান পরিদর্শন করেন কাউন্সিলর আজাদ।

এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মুমিত, স্কুল ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য অ্যাডভোকেট মোহা. বেলাল উদ্দিন, সাধারণ শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মানিক খান, শ্রীমতি বর্না চক্রবর্তী, গাওসিয়া চৌধুরী, সাধারণ অভিভাবক সদস্য দিবাকর দত্ত, সনুওয়ার খান, নাসির উদ্দিন, হীরা মিয়া, অনুফা হক।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- আর্কিটেক্ট মৃদুল চক্রবর্তী, ক্রীড়া সংগঠক তোফায়েল আহমদ তারেক, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবদুল কাদির, ক্রীড়ানুরাগী এস আর শাওন, মিলন রায় প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন