আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে তিন নদীর পানি ছুটছে বিপৎসীমা পেরিয়ে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১২ ১৯:২০:০৪

পানিতে পূর্ণ নদী। যাওয়ার পথ নেই পানির। ঢুকছে বাসাবাড়িতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক :: অব্যাহত বৃষ্টির সাথে উজান থেকে নেমে আসছে ঢল। ফলে সিলেটে নদীগুলোর পানি বাড়ছেই। আজ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যান্য নদীগুলোও বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থায় আছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় থেকে এমন তথ্য জানা গেছে।

পাউবো জানায়, আজ সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

একই নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, সন্ধ্যা ৬টায় সারি নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল।

কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে গতকাল সন্ধ্যা ৬টার চেয়ে আজ সন্ধ্যা ৬টায় বেড়েছে ৪৬ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে বেড়েছে ১৯ সেন্টিমিটার আর শেরপুর পয়েন্টে বেড়েছে ১৮ সেন্টিমিটার।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন