আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

এমএ হকের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অব্যাহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১২ ১৯:৩৩:৪৭

সিলেট :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মরহুম এম এ হকের মাগফেরাত কামনায় সিলেট নগরীর মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অব্যাহত রয়েছে। রবিবার  মহানগরীর ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 বাদ জোহর নগরীর খাসদবির জামে মসজিদে ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মাহফিলে মরহুম এম এ হকের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্টিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন। 

এসময় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির  সহ-সভাপতি ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হুয়ামুন আহমদ মাসুক, প্রচার  সম্পাদক শামিম মজুমদার, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, মহানগর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর চৌধুরী,  ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও খাসদবির জামে মসজিদের মোতাওয়াল্লি সৈয়দ এহিয়া হোসেন, মহানগর বিএনপির সহ-তথ্য সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, মহানগর বিএনপি নেতা আইসুল জামাল শহীদ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ শাফি শাহেদ, ৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুম আহমদ মিঠু, ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক সুহেল, যুবদল নেতা শফিকুর রহমান কুটি, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ হোসেন শাবু, মহানগর যুবদল নেতা সাইদ মাহমুদ ওদুদ, আমিন আহমদ, নাজির আহমদ, জেলা ছাত্রদলের সাবেক নেতা সজিবুর রহমান রুবেল, যুবদল নেতা হুমায়ুন কবির তালুকদার, বিএনপি নেতা সাহেল আহমদ নয়ন, হাসান আহমদ, যুবদল নেতা রাসেল আহমদ, মহানগর ছাত্রদল নেতা শাহেদ আহমদ দীপক, স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ আহমদ, যুবদল নেতা শহীদ নুর, আমির আলী, আব্দুল গনি, আল আমিন আহমদ সুহেল, আব্দুল হাদি স্বপন, ফরহাদ আহমদ জলি, শিপন আহমদ, জামিল আহমদ, আরিফুল ইসলাম আরিফ, রাজু আহমদ, আবুল আহমদ, ফারুক খান, বুরহান আহমদ, মোস্তফা মিয়া ও আব্দুস সাত্তার।


সিলেটভিউ২৪ডটকম/ ১২ জুলাই ২০২০/ প্রেবি/ জুনেদ


শেয়ার করুন

আপনার মতামত দিন