আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

নগরীতে থালা হাতে হোটেল শ্রমিকদের ‘ভুখা মিছিল’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১২ ২০:১২:০২

সিলেট :: মহামারি করোনাভাইরাসের কারণে হোটেল শ্রমিকরা প্রায় ৪ মাস ধরে কর্মহীন। এ পরিস্থিতিতে বকেয়া বেতন ভাতা ও সরকারী সকল প্রকার ত্রাণ ও আর্থিক সহযোগিতা দাবিতে সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভুখা মিছিল হয়েছে। আজ রবিবার বিকাল ৫টায় মিছিলটি নগরীর তালতলা হতে সুরমা পায়েন্টে হয়ে নগরীর র্কোট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শফর আলী খানের পরিচালনায় সভায় বক্তারা বক্তব্য বলেন, ‘কর্মহীন হোটেল শ্রমিকরা বিগত ৪ মাস যাবত অর্ধাহারে অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সিলেট জেলা প্রশাসক বরাবর একাধিকবার সরকারী সকল প্রকার ত্রাণ ও আর্থিক সহযোগিতার আবেদন করেও কোন আশ্বাস না পেয়ে ক্ষুধার জ্বালায় রাজপথে নামতে আমরা বাধ্য হয়েছি।’

তারা বলেন, ‘সিলেট জেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা করোনাকালীন সময়ে শ্রমিকের কোন খোঁজখবর নিচ্ছেন না। নগরীর জেলরোডস্থ পানশি ইন রেস্টুরেট কোনো কারণ না দেখিয়েই ৯ শ্রমিককে ৪ মাসের বেতন ভাতা ছাড়াই ছাটাই করেছে।’

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইউসুফ জামিল, মুজ্জামেল আলী, মহানগর কমিটির সহ সভাপতি হারুন রশিদ মিয়া, চাইনিজ রেস্টুরেট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল আহমদ, নগর মহিলা কমিটির সভাপতি লিলি বেগম, সাধারণ সম্পাদক রিনা খাতুন, উপদেষ্টা রুবি বেগম, শাহ পারান থানা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, জালালাবাদ থানা কমিটির সাধারণ সম্পাদক নবীর হোসেন আকাশ, শ্রমিক নেতা রনি তালুকদার নান্নু মিয়া, মামুন মিয়া প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০২০/এসএ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন