আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

জৈন্তাপুরে প্রবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে বন্যার্তদের খাবার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৩ ২২:১৭:১৩

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলায় এক রাশিয়া প্রবাসী ও জৈন্তাপুর মডেল থানা‘র যৌথ উদ্যোগে বিভিন্ন গ্রামে পানিবন্দি পরিবারের মধ্যে শুকনো খাদ্য বিতরণ করা হয়েছে।

সোমবার  উপজেলার ২নং ইউনিয়নের শেওলারটুক, বাওনহাওর, ঢুলটিরপাড়, বিরাইমারা (গড়েরপাড়, কাটাখাল, মল্লিফৌদ এলাকার প্রায় ১৫০টি পরিবারের মধ্যে রাশিয়া প্রবাসী জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি‘র অন্যতম দাতা সদস্য এবং জৈন্তাপুর মডেল থানার যৌথ উদ্যোগে বন্যার পানিতে গৃহবন্দি পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার সিনিয়র এসআই কাজী শাহেদ, জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি‘র প্রধান এডমিন ও ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম, জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি‘র সদস্য সাংবাদিক আবুল হোসেন মো. হানিফ, সাংবাদিক মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা কুতুব উদ্দিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ জুলাই ২০২০/হানিফ/ জুনেদ 

শেয়ার করুন

আপনার মতামত দিন