আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটের একদিনেই ১০৫ জনের দেহে করোনা শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৩ ২২:৪১:৩৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ১০৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে একদিনেই এসব করোনা রোগী শনাক্ত হয়।

জানা গেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে সোমবার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৪ জনের শরীরে শনাক্ত হয় করোনা। এরমধ্যে ১৯ জন সুনামগঞ্জ জেলার ও ১৫ জন সিলেটের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের শরীরে শনাক্ত হয় প্রাণঘাতি করোনা। আক্রান্তদের মধ্যে ৪৫ জনই সিলেট সদর উপজেলার বাসিন্দা। এছাড়া চুনারুঘাটের ১, দক্ষিণ সুরমার ১, কুলাউড়ার ৫, দিরাই উপজেলার ১, শ্রীমঙ্গলের ৫, রাজনগরের ৩, বিয়ানীবাজারের ৩, মাধবপুরের ১, বিশ্বনাথের ২, মৌলভীবাজার সদরের ২, হবিগঞ্জের ১ ও গোয়াইনঘাটের ১ জন রয়েছেন।  করোনায় আক্রান্ত ৭১ জনের মধ্যে ৩ বছরের একটি শিশুও রয়েছে। এছাড়া ৬ জন চিকিৎসকও রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ জুলাই ২০২০/জুনেদ 

শেয়ার করুন

আপনার মতামত দিন