আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমায় অবৈধ স্টোন ক্রাশার মিলে জব্দকৃত পাথর নিলাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৪ ১৭:০৫:২৩

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুরমার কদমতলী ফেরীঘাট এলাকায় অবৈধ স্টোন ক্রাশার মিলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে জব্দকৃত পাথর নিলাম করা হয়েছে। মঙ্গলবার বেলা ২ টার সময় এ নিলাম কার্য্য শুরু হয়।

নিলামকালে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেন, সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মো. মিছবাহ উদ্দিন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, পুলিশ, র‌্যাবসহ প্রশাসনিক কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ।

এসময় জব্দকৃত পাথর ৫১ লক্ষ টাকা নিলাম হাকেন দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার মৃত ইর্শাদ আলীর পুত্র নূরুল ইসলাম। নিলাম হাকা ব্যক্তি অবৈধ ক্রাসার মেশিনের মালিক নজরুল ইসলামের মানুষ।

পাথর নিলামের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেনের সাথে আলাপ করলে তিনি জানান, কদমতলী ফেরীঘাট এলাকার জব্দকৃত পাথর ৫১ লক্ষ টাকায় নিলামে বিক্রি হয়েছে। এখন আমরা শাহপরাণ থানার মুরাদপুর শাহপরাণ সেতুর নিচে ও মিরের চক এলাকার জব্দকৃত পাথর নিলাম করবো।
 
২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপনের সাথে আলাপকালে তিনি জানান, সুন্দর ও সুষ্ঠভাবে পাথর নিলাম সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে নজরুলের সাথে আলাপ করতে তার মোবাইলে কল দিয়ে পাথরের কথা বলতেই তিনি লাইন কেটে দেন।


সিলেটভিউ২৪ডটকম/১৪ জুলাই ২০২০/আরএইচএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন