আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

দক্ষিণ সুরমায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৪ ২২:৪৫:৫৫

সিলেট :: সিলেট দক্ষিণ সুরমায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে বর্তমান সংকটময় সময়ে নিম্ন ও স্বল্প আয়ের মানুষদের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে দক্ষিণ কুশিঘাট বাজারে টিসিবি’র ডিলার মঈন উদ্দিন এন্ড মাহিয়া ট্রের্ডাস এর মাধ্যমে ট্রাকে করে বাজারমূল্যের চেয়ে কম দামে কয়েকটি পণ্য বিক্রি করবে।

বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজের পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ আব্দুল খালিক,  সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান। উপস্থিত ছিলেন মঈন উদ্দিন এন্ড মাহিয়া ট্রের্ডাসে সত্ত্বাধিকারী, ২৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সত্তার, রইছ আলী, সাবেক ফুটবলার হারুনুর রশীদ, মাহবুবুল আলম মজনু প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান মহামারী করোনাকালে দেশের মানুষ অভাবের মধ্যে দিনাতিপাত করছেন। স্থানীয় দোকান থেকে বেশি দাম দিয়ে পণ্য ক্রয় করতে জনসাধারণের কষ্ট হচ্ছে। এমন এক ক্লান্তিলগ্নে জনগণকে কম দামে পণ্য দেয়ার লক্ষ্যে যুবলীগ নেতা গুলজার আহমদ জগলু টিসিবি ডিলার শিপ এনে বিক্রি কার্যক্রম শুরু করা প্রশংসনীয় উদ্যোগ। 

উল্লেখ্য, একজন ক্রেতা একসঙ্গে ৮০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে ২ কেজি চিনি ও ৫০ টাকা দরে ১ কেজি মসুর ডাল কিনতে পারবেন। আগামী ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে। তবে সপ্তাহে শুক্র ও শনিবার পণ্য বিক্রি বন্ধ থাকবে।


সিলেটভিউ২৪ডটকম / ১৪ জুলাই, ২০২০ / প্রেবি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন