আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুের বন্যায় দুর্ভোগ চরমে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৫ ১৬:৫৫:১৮

সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর :: কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে
জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। উপজেলার অর্ধশতাধিক গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ পড়েছেন দূর্ভোগে। হাটবাজার ও রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। পৌরসভার আব্দুল খালিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পানিবন্দি ১শ’ পরিবার ও ছিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ পরিবারসহ উপজেলার ২০টি আশ্রয় কেন্দ্রে পাঁচ শতাধিক বন্যাদুর্গত পরিবার আশ্রয় নিয়েছেন। খাবারের জন্য অনেকের মধ্যে হাহাকার চলছে।

বুধবার সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর-সিলেট সড়কের অনেক স্হানই পানিতে তলিয়ে গেছে।  উপজেলার অনেক রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। পৌরসভার অধিকাংশ জরাজীর্ণ সড়কগুলোও পানির নিচে। কুমারখালী রোডের উত্তরাশে কোমর পানি। অনেক সড়কে হাঁটু পানি-কোমর পানি। জগন্নাথপুর বাজারের গলিও পানিতে তলিয়ে গেছে। উপজেলা পরিষদের ভবন প্রাঙ্গণেও দেখা গেছে বন্যার পানি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচ তলায় সিঁড়ির সামনে পানি উঠেছে।

উরু সমান পানি রয়েছে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্য়ালয় এলাকায়। অফিসে কাজে আসা লোকজনকে উরু সমান পানি ডিঙিয়ে চলাফেরা করতে হচ্ছে। উপজেলা পরিষদের জামে মসজিদ এবং উপজেলা সদর জামে মসজিদ, আলমদিনা জামে মসজিদ, উত্তর জগন্নাথপুর জামে মসজিদের সামন পানিতে তলিয়ে গেছে। এছাড়া উপজেলা পরিষদের কমপ্লেক্সে এলাকার বাসাবাড়ি এলাকায় পানি উঠেছে। এসব এলাকায় চলাচলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে পানিবন্দি লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে নতুন করে উপজেলা সদরের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর সবজি বাজার, মাছ বাজার এলাকাও পানিতে তলিয়ে গেছে।

এছাড়া পৌরশহরের সিএ মার্কেট এলাকা,জগন্নাথপুর সদর গ্রাম, ইকড়ছই, হাসিমাবাদ, ভবানিপুর, যাত্রাপাশা, শেরপুর, জগন্নাথপুর এলাকাসহ পৌরসভার বিভিন্ন এলাকায় বন্যার পানি বেড়েছে। বহু পাড়া মহল্লার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

এলাকাবাসী জানিয়েছেন, অব্যাহত ভারী বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া, চিলাউড়া হলদিপুর, রানীগঞ্জ ইউনিয়ন সহ উপজেলার প্রায় অর্ধ শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। অনেক গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। হাটবাজার ও রাস্তাঘাট তলিয়ে গেছে।  বন্যাদুর্গত মানুষ দের মধ্যে  ত্রাণ সামগ্রী  বিতরণ করা হচ্ছে। প্রচুর ত্রানসামগ্রী প্রয়োজন। দ্রুত প্রেরনের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সিলেটভিউ২৪ডটকম/১৫ জুলাই ২০২০/এসএইচএস/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন