আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ঢাকাদক্ষিণে পানির ট্যাংকিতে বিষ, আক্রান্ত একই পরিবারের ৮ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৬ ০০:৪৩:৪৫

নিজস্ব প্রতিবেদক :: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নে একটি বাড়ির পানির ট্যাংকিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ঐ বাড়ির ৮ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত কানিশাইল গ্রামের মর্তুজ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কে বা কারা কানিশাইল গ্রামের মর্তুজ আলীর বাড়ির পানির ট্যাংকিতে বিষ প্রয়োগ করে। এই বিষাক্ত পানি খেয়ে মর্তুজ আলীর পরিবারের নারীসহ ৮ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এরমধ্যে কয়েকজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্যগণ, ইউপি সচিব, উদ্যোক্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হন৷

বিষয়টি নিশ্চিত করে, গোলাপগঞ্জ মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, বিষাক্ত পানি পান করে পরিবারের ৮ জন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন