আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

কুমারপাড়া জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেবেন মেয়র আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০১ ০০:২২:০৮

সিলেট :: এবার করোনা মহামারির কারণে ভিন্ন পরিস্থিতিতে মুসলিম উম্মার বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল আযহা পালিত হবে।

করোনা সংক্রমণ ঠেকাতে সিলেটের ঐতিহাসিক ঈদগাহ ময়দানসহ কোন ঈদগাহে বা খোলা স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। সরকারী নিদেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পাড়া-মহল্লার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সকাল সাড়ে ৭টায় কুমারপাড়া জামে মসজিদে ঈদের জামাতে অশ নেবেন।

করোনা পরিস্থিতির কারণে সবাইকে মাস্ক পরে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের জামাত ও ঈদের অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার আহবান জানান সিসিক মেয়র।

সিলেটভিউ২৪ডটকম/১ আগস্ট ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন