আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ঈদ উপলক্ষে ‘আব্দুল আজিজ মাসুক ফাউন্ডশন’র মাস্ক বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০১ ১০:৫৪:১৯

বালাগঞ্জ প্রতিনিধি :: মানুষ মানুষের জন্য এই প্রত্যয়ে মানবসেবায় নিয়োজিত বালাগঞ্জের আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের উদ্যোগে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, মসজিদে মাস্ক বিতরণ করা হয়েছে। বিশ্ব মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষে জনসচেতনতা গড়ে তুলতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এসব মাস্ক বিতরণ করা হয়।

শুক্রবার বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আহমদপুর জামে মসজিদের মুসল্লিদের মধ্যে মাস্ক বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার রায়পুর মাদরাসার শায়খুল হাদিস, প্রখ্যাত আলেম মাওলানা আব্দুশ শহীদ চাম্পারকান্দি।
মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুন নূর মোস্তফা। মাস্ক বিতরণ কর্মসূচি চলাকালে প্রায় ২হাজার মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আহাদ, বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ ছালিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এমএ কাদির, কোষাধ্যক্ষ এসএম হেলাল, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির শিক্ষক ইমরান ফরহাদ, আব্দুল ওয়াহেদ, শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

কর্মসূচির উদ্বোধন শেষে প্রথমে মোরারবাজার এবং পরে মাদরাসা বাজারস্থ পশুর হাটসহ বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মাদরাসা বাজারে মাস্ক বিতরণ কর্র্মসূচির উদ্বোধন করেন ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান। মাদরাসা বাজারে মাস্ক বিতরণকালে সহযোগিতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আলী খান, ২নং ওয়ার্ডের বর্তমান সদস্য আমির উদ্দিন রতন, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভ লস্কর, তরুণ সমাজকর্মী সেলিম আহমদ প্রমুখ।

সব শেষে বিকালে মোরারবাজার জামে মসজিদের মুসল্লিদের মধ্যে মাস্ক বিতরণ করা। দিন শেষে প্রায় ২হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। পরবর্তীতেও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক বিশ্ব মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষে জনসচেতনতা গড়ে তুলতে মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে তিনি উল্লেখ করেন। সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১ আগস্ট ২০২০/জেআরজে/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন