আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বর্জ্য অপসারণে মাঠে সিসিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০১ ১৯:০১:৪৮

নিজস্ব প্রতিবেদক :: সারাদেশের মতো পবিত্র ঈদুল আজহায় সিলেট নগরীতেও পশু কোরবানি দিয়েছেন মুসলিম ধর্মাবলম্বীরা। বাসা-বাড়ি, অলিগলি নিজেদের সুবিধা অনুযায়ী পশু জবাই দিয়েছেন নগরবাসী।

সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে পশু জবাই দেওয়ার জন্য স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১০ থেকে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেন সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত লোক।

কোরবানির পশুর বর্জ্য অপসারণে সক্রিয় ছিল সিসিক। বেলা গড়ানোর সাথে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নিজেই বিষয়টি তদারকি করতে নগরীর বিভিন্নস্থানে গাড়ি নিয়ে ছুটে গেছেন।

সিসিকের জনসংযোগ শাখা সিলেটভিউকে জানিয়েছে, সকাল সাড়ে ১০ থেকে কোরবানি পর উৎপাদিত বর্জ্য পরিস্কারে কাজ করছে ১২০০ লোক। রাত ১০টার মধ্যেই পরিচ্ছন্ন কার্যক্রম সম্পন্ন হবে।

জানা যায়, দ্রুত বর্জ্য অপসারণে এ লক্ষ্যে সিটি করপোরেশন নগরীর ২৭টি ওয়ার্ডে ১২০০ লোক কাজে নিয়োজিত ছিল। নগরীর ২৭টি ওয়ার্ডকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এ তিনটি অঞ্চলে সিসিকের ৯টি পর্যবেক্ষণ টিম কাজ করছেন।


সিলেটভিউ২৪ডটকম/০১ আগস্ট ২০২০/এসডি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন