আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

ছুটি শেষে সিলেটে খুলেছে অফিস, নেই কর্মব্যস্ততা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৩ ১৩:১৮:৫১

নিজস্ব প্রতিবেদক :: ঈদু আজহার তিন দিনের ছুটি শেষে সোমবার (৩ আগস্ট) খুলেছে ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস।

ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে রোববার (২ আগস্ট)। গত ৩১ আগস্ট থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। অবশ্য এর মধ্যে দুই দিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল।

এদিকে কর্মদিবস শুরু হলেও সিলেটের অফিস পাড়ায় বিরাজ করছে ঈদের আমেজ। চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা এখনও অনুপস্থিত। ঈদের পরের প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে গল্প-গুজব করেই সময় কাটছে অনেকের।

এবিষয়ে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তা বলেন, রীতি অনুযায়ী প্রত্যেক বছর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হচ্ছে। পাশাপাশি নিজের কাজও করা হচ্ছে। ছুটির পরে প্রথম অফিস, তাই একটু ঢিলেঢালা হবে স্বাভাবিক। আগামীকাল (মঙ্গলবার) থেকে সবাই আগের মতো কাজে ব্যস্ত হয়ে পড়বে।

এদিকে ঈদের আমেজ বিরাজ করছে সিলেট নগরীর রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতেও। শহরের চিরচেনা সেই যানজট নেই। গণপরিবহণ চলাচল করলেও যাত্রী একেবারেই কম।

সিলেটভিউ২৪ডটকম/৩ আগস্ট ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন