আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

নবীগঞ্জে করোনায় মৃত ব্যক্তির সৎকার করতে চাইলো না কেউ! অত:পর...

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৩ ২০:২৪:৩৩

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনায় মৃত ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন দাশ (৭০)-এর লাশ সৎকারে কেউ এগিয়ে না আসায় অবশেষে লাশ দাহ করলো উপজেলা প্রশাসন।

জানা যায়, গত শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যায় নবীগঞ্জের কৃতি সন্তান  করগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন রঞ্জন দাশ(৭০)।  মারা যাওয়ার পর লাশ নিয়ে নবীগঞ্জের তাজপুর গ্রামের বাড়িতে আসলে করোনায় মৃত্যুর কারণে লাশ সৎকারে কেউ এগিয়ে না আসায় লাশ সৎকার করে উপজেলা দাহ কমিটি।

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নির্মলেন্দু দাশ রানা খবর পেয়ে রোববার বিকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দাহ কমিটির সদস্যদের নিয়ে ওই মৃতদেহ সৎকার করেন।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা বলেন, ঢাকায় মারা যাওয়ায় ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন রঞ্জন দাশের  লাশ নিয়ে গ্রামের বাড়ি আসে পরিবারের লোকজন। করোনায় মৃত্যুর কারণে  লাশ সৎকারে ওই এলাকার কোনও লোক এগিয়ে আসেননি। পরে পরিবারের লোকজন আমার সাথে যোগাযোগ করলে আমি করোনা রোগী দাহ কাজে সহযোগিতায় গঠিত উপজেলা দাহ কমিটির নির্মলেন্দু দাশ রানা, যুবরাজ গোপ,উত্তম কুমার পাল হিমেল, এড. রাজীব কুমার দে তাপস, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,ভৈরব  দাশ, গুরুপদ দাশ ময়না,স্বপন বিশ্বাস, অরুন পালের   সহায়তায় নির্মলের মরদেহ সৎকার করেন। তাজপুর গ্রামের পারিবারিক শ্মশানঘাটে সৎকারে পুরোহিত্য করেন রিন্টু চক্রবর্ত্তী।


সিলেটভিউ২৪ডটকম / ৩ আগস্ট, ২০২০ / সলিল / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন