আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেট ইসকন মন্দিরে শ্রবণ উৎসবেই শেষ হলে ‘ঝুলনযাত্রা’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৪ ১৩:২৪:৪০

সিলেট :: শ্রবণ উৎসবের মধ্যমেই শেষ হলো সিলেট ইসকন মন্দিরে ‘ঝুলনযাত্রা’।

গত বৃহস্পতিবার ইসকন সিলেটে শুরু হয় ঝুলনযাত্রা উৎসব।

সোমবার (০৩ আগস্ট) ছিল উৎসবের সমাপনী দিনের আয়োজন। এ দিন সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত চলেছে অনলাইন শ্রবণ উৎসব।

শ্রবণ উৎসবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তীব্র গরমেও দারুন কেটেছে শ্রোতাদের সময়। রাত ৮ টায় অনলাইনে সর্বশেষ প্রবচন প্রদান করেন ইসকন জিবিসি ও দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ। এই প্রবচনের মধ্যমে শেষ হয় ইসকন সিলেট আয়োজিত পাচঁদিনের ঝুলনযাত্রা উৎসব।

উল্লেখ্য, প্রতি বছর শ্রাবণ মাসে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত হয় সনাতন সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলনযাত্রা উৎসব। এবার করোনার কারণে ঝুলনযাত্রা উৎসবের আগের সেই আমেজ নেই। নেই ভক্তদের অবাধে পাদচারণা। মন্দিরে নীরব-নিস্তব্ধতার মধ্যে অন্তরের অন্তস্থল থেকে উৎসব পালন করা হচ্ছে কেবল ঐতিহ্যবাহী বৈদিক রীতিনীতি লালন করতে। এটি সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব।


সিলেটভিউ২৪ডটকম/০৪ আগস্ট ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন