আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ফ্রি খৎনা ক্যাম্প দিয়েই ‘মোহনা ফাউন্ডেশন’র যাত্রা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৪ ১৪:০৯:৩৭

সিলেট :: মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ সেচ্ছাসেবী সংগঠন মোহনা ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে সামর্থহীন পরিবারের ছেলেদের মাঝে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে দিনব্যাপি জকিগঞ্জ'র কসকনপুর হানিগ্রাম শহীদ জমসেদ আলী একাডেমীতে ডা. মোয়াজ্জেম ইসলামের তত্ত্বাবধানে অভিজ্ঞ ৩ জন ডাক্তারের মাধ্যমে এ কর্মসূচীতে খতনা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

মোহনা ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান মাওলানা রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাঃ মাওঃ জামিল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আবুল হাসান।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা  মুফতি মাহমুদ হোসাইন, দারুস সালাম মাদ্রাসা সিলেট এর মুহাদ্দিস মাওলানা  আব্দুল খালিক, মুনশিবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইউনুস আহমদ, দারুল আজকার মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, জমসেদ আলী একাডেমির পরিচালক মাওলানা ফখরুল ইসলাম, ডাঃ নজরুল ইসলাম নমিক, ডাঃ শাহাবুদ্দীন প্রমুখ।

দিনব্যাপী প্রোগ্রাম বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন মোহনার ফাউন্ডিং ডিরেক্টর মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা জুনাঈদ আল জাহিদ, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা আকবর বিন হানিফ, মাওলানা কবির আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জাহিদ আহমদ, মাওলানা আবু হানিফ সাদী, মাওলানা কাওছার আহমদ, ওয়ার্কিং সদস্য  হোসাইন আহমদ, মোহাম্মদ আলিম উদ্দিন, হাফিজ আব্দুল্লাহ সালিম, মাসুম আল আজাদ, তোফায়েল বিন জব্বার, হাফিজ হাবিবুর রহমান, মাওলানা আলিম উদ্দিন, হাফিজ জাবের  আহমদ, হাফিজ মুশাররফ হোসাইন, সিহাব উদ্দিন প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৪ আগস্ট ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন