Sylhet View 24 PRINT

জৈন্তাপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৫ ১১:১৫:১৫

সিলেট :: সিলেটের জৈন্তাপুর মডেল থানায় নতুন যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলী মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭ টায় জৈন্তাপুর মডেল থানার হলরুমে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দর সাথে মতবিনিয় করেছেন।

মতবিনিময় কালে ওসি মহসিন আলী থানাকে মাদকমুক্ত করণসহ আধুনিক থানা হিসেবে গড়ে তুলতে স্থানীয় সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন।

অফিসার ইনচার্জ মহসিন আলীর সভাপতিত্বে ও এসআই তপন কুমার দাস'র উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক, জৈন্তাপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমদ, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এএম রাজু, অর্থ সম্পাদক মীর মো. শোয়েব, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান ককবীর খান,সদস্য দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম, আবুল হোসেন মো. হানিফ, রেজওয়ান করিম সাব্বির এবং সাংবাদিক শোয়েব উদ্দিন, নাজমুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, শালমান শাহা, সোহেল আহমদ।

সিলেটভিউ২৪ডটকম/৫ আগস্ট ২০২০/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.