আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মাঠ দিবস অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৫ ১১:১৯:৪৬

সিলেট :: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা সিলেটের সহযোগিতায় মঙ্গলবার লালাবাজার ইউনিয়নের দশহালে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি অফিসার এ. কে. আজাদ ফাহিমের সঞ্চালনায় ও ৬ নং লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি-গাজীপুরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রহমান।

অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলায় কর্মরত কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুল মোমিন, উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ ফারুক আহম্মদ, ব্রি-গাজীপুরে কর্মরত সহকারী ফার্ম ম্যানেজার রুহুল আমিন প্রমূখ।

উপস্থিত কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুরত আলী (সারো)। এসময় কৃষক মো. জাবের মিয়ার ব্রি ধান৪৮, ৮২ ও ৮৫ এর প্রদর্শণী মাঠে উপস্থিত সকলকে নিয়ে পরিদর্শন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/৫ আগস্ট ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন