Sylhet View 24 PRINT

সিলেটে চার মাসে ৮ সহস্রাধিক মানুষের জীবনে মহামারির ঝড়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৫ ১৯:৩২:০৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :: ৫ এপ্রিল থেকে ৫ আগস্ট। পুরো চার মাস। এই সময়ে সিলেটজুড়ে ৮ হাজারেরও বেশি মানুষের জীবনে ভয়াবহ ঝড় বয়ে গেছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ এখনও সেই ঝড় সামাল দিতে ব্যস্ত। আর প্রায় দেড়শ’ মানুষ ঝড় সামলাতে না পেরে বিদায় নিয়েছেন।

সিলেট বিভাগে করোনাক্রান্ত হিসেবে প্রথম ব্যক্তি শনাক্ত হন গেল ৫ এপ্রিল। ওই দিন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান তিনি। দেশে করোনাক্রান্ত হয়ে চিকিৎসকদের মধ্যে তিনিই প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি।

ডা. মঈন উদ্দিনের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায় হলেও তিনি থাকতেন সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায়।

সিলেটে ৫ এপ্রিল থেকে করোনার যে ছোবল শুরু হয়েছিল, তা সময় গড়ানোর সাথে সাথে আরো কঠিন হয়েছে।

আজ ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সিলেটজুড়ে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৮ হাজার ১৯১ জন। তন্মধ্যে সিংহভাগ রোগীই সিলেট জেলার। এ জেলায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৩৪ জন।

এর পরে সুনামগঞ্জে ১৫৩৩ জন, হবিগঞ্জে ১২১৪ জন ও মৌলভীবাজারে ১০১০ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৪৯ জন। তন্মধ্যে সিলেটের ১১১ জন, সুনামগঞ্জের ১৫ জন, মৌলভীবাজারের ১৩ জন ও হবিগঞ্জের ১০ জন রয়েছেন।

এই চার মাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৯৯ জন। বাকি ৪ হাজার ৩৪৩ জন এখনও করোনার সাথে যুদ্ধ করছেন।

সিলেটভিউ২৪ডটকম/৫ আগস্ট ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.