আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

করোনা: সিলেটের দুই ল্যাবে শনাক্ত আরো ১০৭

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৬ ২২:০৭:৩২

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটের দুটি ল্যাবে আজ নতুন করে ১০৭ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তন্মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে ৫৮ জন ও ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৯ জন শনাক্ত হন।

জানা গেছে, ওসমানীর ল্যাবে শনাক্তকৃতদের মধ্যে সিলেটের ৩৪ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১২ জন ও হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ডা. এস এ এম সামসুজ্জামান ও ডা. শুভ্র তুষার সিংহ রয়েছেন। এ দুজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।


বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এদিকে, শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ বৃহস্পতিবার ২৫০টি নমুনা পরীক্ষায় ৫৮ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে  সিলেটের ২৪ জন, সুনামগঞ্জের ২০ জন ও হবিগঞ্জ জেলার ১৪ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪০৪ জন।

তন্মধ্যে সিলেট জেলার ৪৫৩৩ জন, সুনামগঞ্জের ১৫৭১ জন, মৌলভীবাজারের ১০৫৮ জন ও হবিগঞ্জের ১২৪২ জন রোগী রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৬ আগস্ট ২০২০/পিডি/শাদিআচৌ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন