আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

নগরীতে ৩ চোর গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৭ ১৬:০৪:১৮


নিজস্ব প্রতিবেদক: কোতোয়ালি থানাধীন আখালিয়া এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার (৭ আগস্ট) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশে। এরআগে কোতোয়ালি থানার পুলিশের একটি দল বৃহস্পতিবার (৬ আগস্ট)আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।


পুলিশ জানায়, গত ৬ জুলাই আখালিয়া নেহারীপাড়াস্থ ১নং বিজিবি গেইটের বিপরীত পার্শ্বে রিপন ষ্টোর থেকে বিভিন্ন কোম্পানীর সিগারেট, ইলেকট্রিক মোটর, উন্নত মানের ১০টি লাইট, ২ কার্টন পেপসি ও সেভেনআ এবং ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ২০ হাজার টাকাসহ মোট এক লাখ সতের হাজার দুইশত টাকার মালামাল চুরি হয়। চুরির ঘটনায় রিপন আহমদ বাদী হয়ে গত ৬ আগস্ট থানায় মামলা নং-৯ দায়ের করেন বলে নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা।


গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন হরিনাকান্দি গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে শুক্কুর আলী (১৮) একই জেলার জামালগঞ্জ থানাধীন হরিনাকান্দি গ্রারে মৃত লালু মিয়ার ছেলে আবু মিয়াকে (২০) পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে তাদের সহযোগী আসামী আখালিয়াস্থ ধানুহাটারপাড় এলাকার বশির ওরফে আবুল বাশারের ছেলে মনির ওরফে আলাককে (২৫) পুলিশ শুক্রবার (৭ আগস্ট) সকালে গ্রেফতার করে।


সিলেট ভিউ ২৪ ডটকম/ ৭ আগস্ট ২০২০/ পিটি


শেয়ার করুন

আপনার মতামত দিন