Sylhet View 24 PRINT

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বিশ্বনাথে সভা, সেলাই মেশিন বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৮ ২১:০৯:১০

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: ‘বঙ্গমাতার ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে বিআরডিবি মিলনায়তনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

সভায় বক্তারা বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর সকল কাজের প্রেরণার মূল উৎস। যার ফলে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনিই পরিচালনা করতেন সকল আন্দোলন-সংগ্রামের কর্মসূচি। বঙ্গমাতা নিজের জীবনের সুখকে ত্যাগ করে ছিলেন বলেই বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করার আন্দোলন সঠিক ভাবে করতে পেরে ছিলেন। বঙ্গমাতার ত্যাগ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যন ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, থানার পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবদুস শহিদ হোসেন।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৬টি অসহায়-গরীব পরিবারের মহিলাদের মধ্যে ৬টি সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. আরাফাত মাসুদ, যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মাহবুব আলম সরকার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, প্রচার সম্পাদক নিখিল পাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নূর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, যুবলীগ নেতা দবির মিয়া, জমির মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাঈদ আহমদ, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান খান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/৮ আগস্ট ২০২০/প্রনঞ্জয়/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.