আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

শাবিতে টেস্ট : সিলেটে আরও ৪২ জনের শরীরে করোনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১১ ২৩:২০:১১

নিজস্ব প্রতিবেদক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দৈনিক নমুনা পরীক্ষা শেষে আক্রান্তদের শনাক্ত করা হয়। আক্রান্তরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে মঙ্গলবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ১৫ জন ও সুনামগঞ্জ জেলার ২৭ জন রয়েছেন বলে জানান তিনি।

এদিকে, মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৬৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ৮৮১১ জনের মধ্যে সিলেট জেলায় ৪৭৪৯, সুনামগঞ্জে ১৬৪৬, হবিগঞ্জে ১২৯৬ ও মৌলভীবাজার জেলায় ১১২০ জন।


সিলেটভিউ২৪ডটকম/ ১১ আগস্ট, ২০২০/ পিডি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন