আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১২ ০০:১৩:১৭

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে যথাযথ মর্যাদায় উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। উপজেলা সদরস্থ শ্রীশ্রী শনি মন্দিরে দুপুর ২টায় শ্রীশ্রীকৃষ্ণের পূজা অর্চনার মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন কার্যক্রম শুরু হয়। এরপর ভাগবতীয় আলোচনা, কীর্তন পরিবেশন, দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়। ভাগবতীয় আলোচনা করেন শ্রীল শ্রীযুক্ত শ্রীধর গোস্বামী, পূর্জা অর্চনা করেন রনজিৎ ভট্টাচার্য্য এবং কীর্তন পরিবেশন করেন কীর্তনীয়া পরিমল দাশ ও মনোরঞ্জন চন্দ।

জন্মাষ্টমী উদযাপনের কার্যক্রম চলাকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ সভাপতি রুপক কুমার দেব, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, পূজা সম্পাদক বিজয় দেব, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীরেন্দ্র কর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা হরি ভক্তি প্রচারণী সভার সভাপতি তপন দেব রায়, বিশ্বনাথ সদর (দূর্গাপুর) শশ্মান ঘাট রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সুভাষ দেব।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস শংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেবের পরিচালনায় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি নির্মল সরকার, জ্যোতিশ চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, বিশ্বজিৎ দেব, সাংগঠনিক সম্পাদক নেপাল কুমার দেব, অর্থ সম্পাদক শুভরাজ চন্দ, সহ প্রচার সম্পাদক অজিত দেব, সৌরভ বৈদ্য, অমিত দেব, সহ দপ্তর সম্পাদক জয় দেবনাথ, সহ আপ্যায়ন সম্পাদক পিন্টু দেব, রিংকু দেব, শুভ পাল, মহিলা বিষয়ক সম্পাদিকা শুভা রাণী ধর, সদর সারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন দাশ, সংগঠক তপন চক্রবর্তী, তাপস পাল, স্বপন পাল, মাস্টার সমীর দে, চিত্তরঞ্জন সেন, বিভাষ দেব, জয় পাল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০২০/পিবিএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন