আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

করোনায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পিতার মৃত্যু, মেয়রের শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১৩ ১২:০৩:০৩

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের পিতা টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের অধ্যাপক (অব.) মো. নজরুল ইসলাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নিইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান। সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন সেন্টারে ২২ দিন আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন।

মৃত্যুকোলে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন।

সকাল সাড়ে ১০টায় মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় সিলেটের হযরত মানিকপীর (রা.) গোরস্থানে। জানাযায় অংশনেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়।

ঢাকার উত্তরায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর ও তাঁর নিজ এলাকা বিশ্বলিলের সুলিল গ্রামে পৃথক পৃথক জানাজা অনুষ্ঠিত হবে জানিয়েছেন ডা. জাহিদুল ইসলাম।

তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, মা, স্ত্রী ও তার শিশু সন্তানও করোনায় আক্তান্ত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন