আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জাতীয় শোকদিবসে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১৩ ১৩:০৯:৩১

সিলেটভিউ ডেস্ক :: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগস্ট মাসব্যাপী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ এবং বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন।

আগামী ১৫ আগস্ট সকাল ৮টা থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালী, সাড়ে ৯টায় ক্যাম্পাসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, ডিজিটাল সাইনবোর্ড স্থাপন, এতিম খানায় খাবার বিতরণ, ক্রোড়পত্র প্রকাশ এবং বৃক্ষরোপণ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন