Sylhet View 24 PRINT

সিলেটে পরিত্যক্ত অবস্থায় ২৬৪ বোতল মদ উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১৩ ১৭:১৪:৩৭

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ  গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় অফিসার চয়েজসহ বিভিন্ন ধরনের ২৬৪ বোতল মাদ উদ্ধার করেছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই যীশু দত্ত, এসআই আব্দুল মান্নান, এসআই মাসুম, এএসআই মশিউরসহ পুলিশের একটি দল গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই টিক্কারচর এলাকা থেকে ভারতীয় মদের এ চালানটি আটক করে। এসম পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ২ লাখ ৬৮ হাজার ৪শত টাকা।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৬৪ বোতল ভারতীয় মদ আটক করেছে। মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।



সিলেট ভিউ ২৪ ডটকম/ ১৩ আগস্ট ২০২০/ এমএএম/পিটি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.