আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

করোনা: শাবির পরীক্ষায় ২৬৮ নমুনায় ৭৩ জন পজিটিভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১৯ ২১:১০:২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) জেনেটিক এন্ড বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ৭৩ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আজ বুধবার এ ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল।

তিনি জানান, আজ বুধবার শাবির ল্যাবে ২১৭টি নমুনা গ্রহণ করা হয়। এর সাথে আগের জমা থাকা কিছু নমুনা মিলিয়ে ২৬৮টি পরীক্ষা করা হয়। এতে ৭৩ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।

এর মধ্যে সিলেটের ১১ জন, সুনামগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ২১ জন ও হবিগঞ্জের ১৬ জন রয়েছেন।

এ নিয়ে সিলেটজুড়ে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৮৪ জনে।

তন্মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ১৩৫ জন রোগী সিলেট জেলায়। সুনামগঞ্জে ১৮৪৬ জন, মৌলভীবাজারে ১২৯০ জন ও হবিগঞ্জে ১৪১৩ জন আক্রান্ত হন।

আক্রান্তদের প্রায় অর্ধেকই সুস্থ হয়ে ওঠেছেন।

সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৭১ জন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০২০/পিডি/ আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন