আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে করোনা: ওসমানীতে ২৮২-এ ‘১৫’, শাবিতে ৩৭৬-এ ‘৫২’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৫ ২২:৩৯:২২

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে কিছুটা কমতে শুরু করেছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের দুটি ল্যাবে ৬৫৮ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।

জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে  ৫২ জনের শরীরে পাওয়া গেছে করোনা। আক্রান্তদের মধ্যে সিলেটের ১৩,  মৌলভীবাজারের ১৯ ও হবিগঞ্জ জেলার ২০ জন রয়েছেন।

এদিকে আজ মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। আক্রান্তদের মধ্যে সিলেট মহানগরের ৯ জন, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেটের দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জের ১ জন করে রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ সেপ্টেম্বর ২০২০/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন