Sylhet View 24 PRINT

সিলেটে একদিনে আক্রান্তের আড়াইগুণ বেশি সুস্থ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৬ ১৪:০৪:০৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে দিন দিন করোনায় আক্রান্ত রোগীর সুস্থতা বাড়ছে। প্রতিদিনই শতাধিক রোগী করোনা জয় করে সুস্থ হয়ে ওঠছেন। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্তের চেয়ে আড়াইগুণ বেশি সংখ্যক রোগী সুস্থ হয়েছেন। আর মারা গেছেন মাত্র একজন। আগের দিন মৃতের সংখ্যা ছিল চার।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের আরো ৬৩ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ জন সিলেটের, ১৯ জন হবিগঞ্জের ও ১৬ জন মৌলভীবাজারের।

সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২ হাজার ৮৭ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৯৯ জন। আর বাকিদের মধ্যে সুনামগঞ্জে ২ হাজার ২৫৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৮৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬৪০ জন।

এক সময় সুস্থতার দিক দিয়ে সারাদেশের তুলনায় সিলেট বিভাগ পিছিয়ে থাকলেও এখন সেই চিত্র পাল্টেছে। গেল ২৪ ঘন্টায় যে ১৬৪ জন সুস্থ হয়েছেন তার মধ্যে ৯৪ জন সিলেটের, ১৬ জন সুনামগঞ্জের, ২১ জন হবিগঞ্জের ও ৩৪ জন মৌলভীবাজারের।

সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে ওঠেছেন ৯ হাজার ৫১৩ জন। এর মধ্যে সিলেটের ৪ হাজার ৯২৩ জন, সুনামগঞ্জের ১ হাজার ৯৪৪ জন, হবিগঞ্জের ১ হাজার ২৩২ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৪১৪ জন।

নতুন একজনসহ সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ২০৮। এর মধ্যে শুধু সিলেট জেলায় করোনায় প্রাণহানী হয়েছে ১৫১ জনের। বাকি ৫৭ জনের মধ্যে সুনামগঞ্জের ২২ জন, হবিগঞ্জের ১৪ জন ও মৌলভীবাজারের ২১ জন।

করোনা আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন ১২৯ জন। এর মধ্যে সিলেটে ৮৯ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ১৬ জন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ সেপ্টেম্বর ২০২০/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.