আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৮ ১৭:২৭:১৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে বিদ্যুৎ লাইন মেরামত ও সংরক্ষণ কাজ অব্যাহত রয়েছে। এ জন্য আগামিকাল শনিবার নগরীর বেশ কিছু এলাকায় ৯  ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।   

জানা গেছে, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রনাধীন কুমারগাঁও-এমসি কলেজ ৩৩ কেভি লাইন এবং এমসি কলেজ-উপশহর ৩৩ কেভি রিং লাইন এর জরুরী মেরামত -সংরক্ষন কাজ করা হবে আগামিকাল শনিবার। এজন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর  উপশহর, যতরপুর, রায়নগর, সোনারপাড়া, বালুচর, শিবগঞ্জ, টিলাগড়, এম.সি কলেজ, মজুমদারপাড়া, সেনপাড়া, সবুজবাগ, লামাপাড়া, লাকরিপাড়া, খাদিম সিরামিকস, ভাটাটিকর, হাতিমবাগ, শাহী ঈদগাহ, টিবিগেইট, রাজপাড়া, শাহী ইদগাহ, গোয়াইটুলা, কলবাখানী, হাজারীবাগ, অনামিকা আ/এ, উচাসড়ক, কাজীটুলা, মকতবগলি ও কাহের মিয়ার গলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জনগণের সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।


সিলেটভিউ২৪ডটকম/ ১৮ সেপ্টেম্বর ২০২০/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন