Sylhet View 24 PRINT

বালাগঞ্জে ঘর নির্মাণের জন্য প্রবাসীর এক লাখ টাকা অনুদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২০ ০১:২৬:৪৩

বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জের একটি অস্বচ্ছল পরিবারের ঘর নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের কুয়েত প্রবাসী সমাজকর্মী মো. হেলাল উদ্দিনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। উপজেলার জামালপুর গ্রামের মরহুম নওয়াব আলীর অস্বচ্ছল পরিবারকে তাদের বসতঘর নির্মাণের জন্য এ অনুদান প্রদান করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী সমাজকর্মী মো. হেলাল উদ্দিনের পিতা মো. রইছ উল্লাহ আনুষ্ঠানিকভাবে মরহুম নওয়াব আলীর স্ত্রী পিয়ারা বেগমের হাতে এ অনুদান হস্তান্তর করেন।
এ সময় জামালপুর গ্রামের সৌদি আরব প্রবাসী সমাজকর্মী আব্দুল গণি, প্রবাসী দুলু মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, জামালপুর খাইশাপাড়া ইসলামী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খালেদ আহমদ এবং মরহুম নওয়াব আলীর ছেলে শামীম আহমদ ও শাহিন আহমদ উপস্থিত ছিলেন। এদিকে নিজেদের বসতঘর নির্মাণের জন্য এক লাখ টাকা অনুদান প্রদানের জন্য মরহুম নওয়াব আলীর স্ত্রী পিয়ারা বেগম, ছেলে শামীম আহমদ ও শাহিন আহমদ কুয়েত প্রবাসী মো. হেলাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ ২০ সেপ্টেম্বর ২০২০/ জিল্লুর/ কেআরএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.