আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

শুভ সকাল, ২০ সেপ্টেম্বর ২০২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২০ ০৯:৪০:১৫

ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।আর এর সাথে আমরা করোনামুক্ত একটি দিন প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে ( আমিন ) ।

আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ। ৫  আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ। ৩০ মহররম ১৪৪২ হিজরি।

বাণী চিরন্তন :  লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশী ঘৃণা করে - জন রে

২০ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৩তম (অধিবর্ষে ২৬৪তম) দিন। বছর শেষ হতে আরো ১০২ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

    ১১৮৭ - মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তারিখ তাদের দখলে আসে।
    ১৯৪৬ - প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল।
    ১৯৭৩ - নারী টেনিস খেলোয়ার বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়ার ববি রিগস্‌কে পরাজিত করেন।
    ১৯৯২ - আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।

জন্ম

    ১৯৪৩ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।
    ১৯৪৮ - মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

মৃত্যু

    ১৮৬৩ - ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।
    ১৮৬৯ - গিরিশ চন্দ্র ঘোষ,অবিভক্ত বাংলার ইংরাজী শিক্ষার প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক।(জ.২৭/০৬/১৮২৯)
    ১৯৩৩ - অ্যানি বেসান্ত,ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, এবং আইরিশ ও ভারতীয় স্বায়ত্ব শাসনের সমর্থক।(জ.০১/১০/১৮৪৭)
    ১৯৮৬ - প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক, ছদ্মবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ।(জ.২৭/০৪/১৮৯৭)
    ১৯৯৬ - পল এর্ডশ, একজন অতিপ্রজ (prolific) হাঙ্গেরীয় গণিতবিদ।
    ২০১১ - বুরহানউদ্দিন রব্বানী, আফগানিস্তানের প্রেসিডেন্ট।


শেয়ার করুন

আপনার মতামত দিন